‘শোভন-রাব্বানীর গডফাদারদেরও বিচার করুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫১

শুধু অব্যাহতি নয়, ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর বিচার দাবি করলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে সংগঠন থেকে শনিবার রাতে অব্যাহতি দেয়া হয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। সোহেলের দাবি, যারা এদের চাঁদাবাজি শিখিয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে।

সোহেল বলেন, ‘এদের (শোভন-রব্বানী) তো বয়স বেশি না। এদের তো গডফাদার আছে। বড় ভাই আছে। যারা এদেরকে চাঁদাবাজি শিখিয়েছে। শুধু এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, যারা এদেরকে চাঁদাবাজি শিখিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।’

ওবায়দুল কাদেরের সমালোচনা করে সোহেল বলেন, ‘আমি জানি, হয়তো ওবায়দুল কাদের সাহেব কালকেই বলবেন ৮৬ কোটি টাকা কি কোনো টাকা হলো? তিনি বলবেনইবা না কেন, যে দেশে পর্দার দাম ৭০ হাজার টাকা আর বালিশের দাম পড়ে সাত হাজার টাকা সেই দেশে কাদের সাহেবদের জন্য ৮৬ কোটি টাকা তো কোনো টাকাই না!’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘দুর্ভাগা’ উল্লেখ করে সোহেল বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুর্ভাগ্যবান বলছি এই কারণে যে, দেশে এখন নি¤œ আদালতে বিচার পাওয়া যায় না, উচ্চ আদালতে বিচার পাওয়া যায় অনেক ক্ষেত্রে। কিন্তু আমাদের নেত্রী দুর্ভাগ্যবান এই কারণে যে, তিনি নি¤œ আদালতের বিচার তো পেলেনই না, উচ্চ আদালতের বিচার থেকেও বারবার বঞ্চিত হচ্ছেন।’

বিচারকদের উদ্দেশ্যে সোহেল বলেন, ‘আমরা কী বলব আপনাদেরকে? ইহকালে যদিও পার পেয়ে যাবেন কিন্তু পরকালে যে আদালত বসবে সেখানে কিন্তু আপনারা বিচারকের চেয়ারে বসবেন না। আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আমাদের নিরাপরাধ নেত্রী জামিন পাবেন না, অথচ হুদা সাহেব মায়া সাহেবরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবেন এটা আমরা মানতে পারি না।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহীম প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :