দুদকের মামলায় কবি শাহাবুদ্দিন নাগরী কারাগারে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২২ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কবি এবং সাবেক কাস্টমস কমিশনার এ এইচ এম শাহাবুদ্দিন নাগরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিব উল্লাহ হিরু জামিন আবেদনের শুনানি করেন।

অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটিতে গত ২৮ আগস্ট তারিখ ধার্য ছিল। ওই দিন শাহাবুদ্দিন নাগরী আদালতে হাজির হলেও জামিন শুনানির জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সে অনুযায়ী রবিবার শুনানি অনুষ্ঠিত হয়।

মামলায় অভিযোগ, শাহাবুদ্দিন নাগরী এক কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিল করেন। এ অভিযোগে গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :