নবীর ঝড়ো ইনিংসে বাংলাদেশের লক্ষ্য ১৬৫

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪

মোহাম্মদ নবীর ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজে রবিবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করেছে আফগানরা। সুতরাং, জিততে হলে সাকিবদের করতে হবে ১৬৫ রান।

আফগানদের পক্ষে ৫৪ বলে ৭টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৮৪ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবী। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩৩ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ১৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের অফ স্ট্যাম্প উড়িয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেছিলেন সাকিব। ওভারের চতুর্থ বলটি আকাশে তুলে দিয়েছিলেন হযতউল্লাহ জাজাই। বল অনেক উপরে উঠেছিল। কিন্তু বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন ডিপ মিডউইকেটে দাঁড়িয়ে থাকা লিটন দাস। নিপুণ দক্ষতার সাথে বলটি তালুবন্দি করেন তিনি। ২ বলে ১ রান করেছেন জাজাই।

তৃতীয় ওভারে আবার বোলিংয়ে আসেন সাইফউদ্দিন। ওভারে পঞ্চম বলে ডিপ-মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান নাজিব তারাকাই। শেষ বলেও তিনি ছক্কা মারতে গিয়েছিলেন। তবে, শেষ রক্ষা হয়নি তার। সীমানার কাছ থেকে ক্যাচটি নেন সাব্বির রহমান। ১১ বলে ১৩ রান করেন তারাকাই। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে সাকিবের আর্মার ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে মিড অফে সৌম্যর হাতে ক্যাচ হন নাজিবউল্লাহ জাদরান। ৭ বলে ৫ রান করেছেন তিনি।

দলীয় ৪০ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর মোহাম্মদ নবী ও আসগার আফগানের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ৭৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। ১৫তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাব্বিরের হাতে ক্যাচ বানিয়ে আসগার আফগানকে আউট করেছিলেন তাইজুল। কিন্তু পরবর্তীতে আম্পায়াররা চেক করে দেখেন বলটি নো ছিল। তাই বেঁচে যান আফগান।

১৭তম ওভারে এসে এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। ওভারের দ্বিতীয় বলে সাব্বিরের হাতে ক্যাচ হন আফগান। ওভারের পঞ্চম বলে গুলবদিন নাইবকে বোল্ড করেন সাইফউদ্দিন।

আজকের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান কোনো দলই একাদশে পরিবর্তন আনেনি। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আর জিম্বাবুয়েকে ২৮ রানে হারায় আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ইনিংস: ১৬৪/৬ (২০ ওভার)

(রহমানুল্লাহ গুরবাজ ০, হযরতউল্লাহ জাজাই ১, নাজিব তারাকাই ১১, আসগার আফগান ৪০, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৮৪*, গুলবদিন নাইব ০, করিম জানাত ৫*; মোহাম্মদ সাইফউদ্দিন ৪/৩৩, সাকিব আল হাসান ২/১৮, মোস্তাফিজুর রহমান ০/২৫, তাইজুল ইসলাম ০/৩৩, সৌম্য সরকার ০/৩১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১২, মাহমুদউল্লাহ রিয়াদ ০/৩)।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :