রোহিঙ্গাদের জন্মসনদ বিষয়ে মেয়রদের সতর্ক করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা যেন বাংলাদেশি নাগরিক হিসেবে জন্মসনদ না পায় সে বিষয়ে পৌরসভার মেয়রদের সতর্ক থাকতে বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

রবিবার স্থানীয় সরকার বিভাগের আয়োজনে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে এক মতবিনিময় সভায় মন্ত্রী এই সতর্কতা দেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। কোনো রোহিঙ্গা ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের জন্মসনদ না নিতে পারে সে বিষয়ে পৌরসভার মেয়রদের আরও সতর্ক হতে হবে।’

স্থানীয় সরকার বিভাগের আয়োজনে দেশের ৩২৮টি পৌরসভার মেয়রদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মিথ্যা তথ্য দিয়ে জন্মসনদ, পাসপোর্ট করার বিষয়ে গণমাধ্যমে তথ্য প্রকাশ হচ্ছে।

তাজুল ইসলাম পৌর মেয়রদের উদ্দেশ্য করে বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তারা যেন কোনোভাবেই বাংলাদেশের জন্মসনদ না পায়। এ বিষয়টি নিয়ে আরও সতর্ক হতে হবে।’

এ সময় পৌর মেয়রেরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না বলে জানান মেয়রেরা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :