ঢাকাটাইমসের ভুয়া কর্মী পরিচয়ে ফেসবুক আইডি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সংবাদকর্মী পরিচয় দিয়ে এক নারীর নামে আইডি খোলা হয়েছে। যার নাম ব্যবহার করা হয়েছে তিনি সংবাদমাধ্যমটির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে ঢাকাটাইমসের পক্ষ থেকে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রবিবার বিকালে ঢাকাটাইমসের পক্ষে ক্রাইম রিপোর্টার আশিক আহমেদ থানায় অভিযোগটি দায়ের করেন।

রবিবার সকালে ঢাকাটাইমসের একজন সংবাদকর্মীর চোখে নারীর নামে ওই ফেসবুক অ্যাকাউন্টটি ধরা পড়ে। পরে তার পরিচয় জানার চেষ্টা করা হয়। কিন্তু প্রাথমিকভাবে তার কোনো পরিচয় জানা সম্ভব হয়নি।

সানজিদা আক্তার নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহারকারী নিজেকে ঢাকাটাইমস২৪ ডটকমের একজন ‘সাব এডিটর’ পরিচয় দিচ্ছেন। অথচ ওই নামের কোনো সংবাদকর্মী ঢাকাটাইমসে কখনো কর্মরত ছিলেন না এবং এখনো নেই।

ফেসবুক আইডিটির ব্যবহারকারী ঢাকাটাইমসের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারেন এমন আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা