রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩২
ফাইল ছবি

রাজবাড়ীর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ আটটি মামলা আছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আব্দুর রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় রহিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে আবদুর রহিম গুলিবিদ্ধ হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ আটটির মতো মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :