সমর্থকদের ওপর রাগ নেই নেইমারের

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইনজুরি সময়ে তাঁর গোলে জিতেছে পিএসজি। অথচ শনিবার ৯০ মিনিট ধরেই তাঁকে টিটকিরি দিয়েছেন পিএসজির সমর্থকরা। বিচলিত নন নেইমার। জানালেন, ব্যক্তিগত কারণেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন।

ব্রাজিলীয় তারকা অনেক চেষ্টা করেছিলেন দলবদলের বাজারে ক্লাব বদলাতে। ফিরে যেতে বার্সেলোনায়। যা দেখেই ক্ষুব্ধ সাঁজাঁ–র সমর্থকরা। অনুরাগীদের রাগের কারণটা বুঝতে পারছেন নেইমার।

তাই বলেছেন, ‘‌এমন অনেক স্টেডিয়ামে খেলেছি, যেখানে গ্যালারি থেকে আমাকে কটাক্ষ করা হয়েছে। মন খারাপ লাগে। তবে বুঝে গিয়েছি, এখন থেকে অ্যাওয়ে ম্যাচের আবহ পাব সব খেলায়। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, অনুরাগীদের ওপর আমার কোনও রাগ নেই। আমি প্যারিস সাঁজাঁ–র বিরোধীও নই। তবে সবাই জানেন, আমি পিএসজি ছাড়তে চেয়েছিলাম। একটা চাকরি মনের মতো না হলে, লোকে অন্য চাকরি খোঁজে। কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই ক্লাব ছাড়তে চেয়েছিলাম।’‌

ব্যক্তিগত সমস্যাটা যে কী তা অবশ্য খুলে বলেননি নেইমার। বলেছেন, ‘পিএসজি আর বার্সার মধ্যে আলোচনার সময় ঠিক কী ঘটেছিল, সেটা প্রকাশ্যে বলা যাবে না। যা ঘটেছে লোকে দেখেছে। এবার সামনের দিকে তাকানোর সময় হয়েছে। আমি কারও কাছে কিছু লুকোইনি। যথাসাধ্য চেষ্টা করেছিলাম ক্লাব বদলানোর। তবে এখনও আমি পিএসজি–র প্লেয়ার। তাই এই ক্লাবের হয়ে সেরাটাই দেব। পিএসজি–র হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করব। আমার যাবতীয় ভাবনায় এখন পিএসজি থাকবে। যা বলার স্পষ্ট করে বললাম। এরপর আর এই বিষয়ে কথা বলতে রাজি নই।’‌

এদিকে প্যারিস সাঁজাঁ–র কোচ টমাস টুখেল বলেছেন, ‘‌নেইমার আবেগপ্রবণ ফুটবলার। ফলে, নিজের ক্লাবের সমর্থকদের টিটকিরি ওর পক্ষে হজম করা কঠিন। তবে জীবন তো এমনই। দলবদলের সময়টা পিএসজি–র সমর্থকদের পক্ষেও সুখের ছিল না। নেইমারকে হারানোর ভয় প্রতি মুহূর্তে ওঁদের তাড়া করেছে। ওঁরা চরম উৎকণ্ঠায় কাটিয়েছেন। তাই ওঁদের তিরস্কার, ক্ষোভ আমাদের মেনে নিতে হবে। ছন্দে পুরোপুরি ফিরতে নেইমারের আরও কিছুটা সময় লাগবে। ও ম্যাচের মোড় ঘোরাতে পারে। শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানোয় খুব খুশি হয়েছি।’‌ ‌‌

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)