টি-টোয়েন্টিতে বেশি ম্যাচ হারের রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৯

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। একের পর এক হেরেই চলেছে তারা। টেস্ট ক্রিকেটে নবীন দল আফগানিস্তানের কাছে ২২৪ রানে হারের পর রবিবার একই দলের কাছে টি-টোয়েন্টিতেও হেরেছে তারা। এদিন বাংলাদেশকে হারানোর মাধ্যমে টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়ে আফগানরা। যা একটি বিশ্বরেকর্ড।

আর এদিনই একটি লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। তা হলো টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জা। অবশ্য এই রেকর্ডে বাংলাদেশের সঙ্গী রয়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ২৭টি, হেরেছে ৫৮টি। বাকি দুই ম্যাচে ফলাফল আসেনি। শ্রীলঙ্কারও হার ৫৮টি। তবে, লঙ্কানরা ১১৬টি ম্যাচ খেলেছে। তাদের জয়ের সংখ্যা ৫৫টি।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের আগমন বেশিদিনের নয়। তবে, অল্পদিনে তারা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এখন পর্যন্ত তারা ৭৩ ম্যাচ খেলে ৫১ ম্যাচে জিতেছে। আফগানরা হেরেছে ২২টি টি-টোয়েন্টি ম্যাচে। আইসিসি র‌্যাঙ্কিংভুক্ত কিংবা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের হার আফগানিস্তানেরই। ৬৯.৮৬ ভাগ।

তবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। তারা ম্যাচ খেলেছে ১১৬টি। জিতেছে মোট ৬০টি। অজিরা হেরেছে ৫২ ম্যাচ। জয়ের হার ৫৩.৫০ ভাগ। ৫৭টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলেছে ১১৩ ম্যাচ। জিতেছে ৪৯টি।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান। বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :