দেশে ফিরেছে পদকজয়ী আর্চারী দল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ আর্চারী দল আজ দুপুরে দেশে ফিরেছে।

পদকজয়ী বাংলাদেশ আর্চারী দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এম.পি।

বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, মধুমতি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল, বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব:), সহ-সভাপতি মো: মাহফুজুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রমুখ।

গত শুক্রবার এশিয়া কাপ র‍্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশের রোমান সানা। তিনি পরাজিত করেন চীনের শি ঝেনকিকে। ফিলিপাইনের ক্লার্ক সিটিতে চীনের শি ঝেনকিকে রোমান সানা ৭-৩ ব্যবধানে হারান। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিকার্ভে পদক জেতার কীর্তি আছে বাংলাদেশের এই আর্চারের।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)