সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে সোমবার ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এতে সহযোগিতা করেছে বাংলা লিংক টেলিকম। সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণের মধ্যে ছিল- চাল ১৫ কেজি, ডাল দুই কেজি, সয়াবিন তৈল এক লিটার, চিনি এক কেজি, সুজি এক কেজি ও লবণ এক কেজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন ও বক্তব্য রাখেন-  জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও  সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট জাতীয় দপ্তর ও  ডিজাস্টার রেসপন্স বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিটের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইট সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি কেএম হোসেন আলী হাসান, হিউম্যানিটারিয়ান রেসপন্স অ্যান্ড শেল্টার সিনিয়র ম্যানেজার হাসিবুল বারী রাজীব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য দানীউল হক মোল্লা দানি, বাংলালিংক টেলিকম  রাজশাহী বিভাগীয় ইনচার্জ তানভীর আহমেদ, জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)