তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের অদূরে রেললাইন ভেঙে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলওয়ে প্রকৌশল বিভাগ মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

সোমবার সকালে গফরগাঁও স্টেশনের অদূরে পৌর এলাকার আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, ভোরে অথবা রবিবার রাতের কোন এক সময় লাইনটি ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শী আলী হোসেন, আব্দুল করিম, হোসেন আলী ও রাজ্জাকসহ আরো কয়েকজন জানান, তারা ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর দেখেন ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করছে। এ সময় বিকট শব্দ হয়ে ট্রেনের বগি হেলতে থাকলেও পরক্ষণের ঠিক হয়। ট্রেনটি চলে যাওয়ার পর ওই স্থানে গিয়ে দেখা যায়, রেললাইন ভেঙে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, যেভাবে ট্রেনটি দুলতে ছিল তাতে করে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যক্রমে ট্রেনটি রক্ষা পেয়েছে।

পরে স্থানীয়রা বিষয়টি গফরগাঁও রেলওয়ে স্টেশনে জানায়। এতে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা মেইল ট্রেন গফরগাঁও স্টেশনে ও ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ধলা স্টেশনে আটকে ছিল।

গফরগাঁও স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘সকাল ৫টা ৫৮ মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশন থেকে ছেড়ে যায়। তখনই রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জানতে পারি। লাইন ভেঙে যাওয়ায় সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)