চুয়াডাঙ্গায় ‘আঁখিতারা জেনারেল হাসপাতাল’ সিলগালা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় ‘আঁখিতারা জেনারেল হাসপাতাল’কে সিলগালা ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিকটির কোন অনুমোদনপত্র না থাকার অভিযোগে সোমবার দুপুরে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইসরাত জাহান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর হাসপাতাল সড়কে ‘আঁখিতারা জেনারেল হাসপাতালে’ কোন বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই। অথচ ওই ক্লিনিকে দেদারছে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। অস্ত্রপচারসহ জটিল কঠিন রোগের সব চিকিৎসা দেয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইসরাত জাহান জানান, বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকার অভিযোগে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। একই সাথে ডাক্তার-নার্সের অনুপস্থিতি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা না করার অভিযোগে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)