অর্থ আত্মসাৎ: মিল্কভিটার চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) অর্থ অত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার্জশিটটি শনাক্ত করে বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বদলির নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- মিল্কভিটার সিনিয়র অফিসার (বিপণন) মো. নুরুল ইসলাম, বিপণন কর্মকর্তা নজরুল ইসলাম, এমপ্লয়ি গ্রেড-৪ জোন তত্ত্বাবধায়ক (বিপণন) মো. আবু ছায়েদ ও গাজীপুর দুগ্ধ বিতরণকারী রিকশাভ্যান চালক সমবায় সমিতি লি. এর ম্যানেজার মো. ইউসুফ।

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর রূপনগর থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল হাসান।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। যা তাদের অভ্যন্তরীণ তদন্তে প্রকাশ পায়।

২০১৩ সালের জুন মাস থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালনকালে তারা ওই অর্থ আত্মসাৎ করেন। তবে চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ৮১ লাখ ৮৪ হাজার ৭১৯ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/ইএস