কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

কুষ্টিয়ার মাদক মামলায় মিল্টন হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আরো ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিল্টন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে দৌলতপুর থানা পুলিশ জানতে পারে একজন লোক বোয়ালিয়া হতে পাকা রাস্তা দিয়ে পচামাদিয়ার দিকে হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। পুলিশ পঁচামাদিয়া সাহেবপাড়া জামে মসজিদের পাশে আত্মগোপন করে থাকেন। পুলিশের উপস্থিতি দেখে মিল্টন দৌড়ে পালানের চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ষাট গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম দৌলতপুর থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :