গোপালগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর তৈরি ও মূল্য তালিকা না রাখার দায়ে তিনটিপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার নিলফা বাজারে অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করা হচ্ছে এমন সংবাদে নিলফা বাজারের মেসার্স তামিম ফুডসের কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর তৈরি, সংরক্ষণ, প্যাকেটিং করার দায়ে মেসার্স তামিম ফুডসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওই বাজারের দুটি ফলের দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে এক হাজার ও এক হাজার ৫০০ টাকা করে মোট আড়াই হাজার জরিমানা করা হয়।

অভিযানে গোপালগঞ্জ ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :