গোটা শহর যেন সিএনজি অটো রিকশার স্ট্যান্ড

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪

মাসুদ আলম, কুমিল্লা

কুমিল্লা শহরের যত্রতত্র সিএনজিচালিত অটো রিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে একদিকে জনচলাচল যেমন বিঘœ হচ্ছে তেমনি যানজটের কবল থেকেও মুক্তি মিলছে না। আর এই বিষয়ে সিটি কর্পোরেশনের কোনও উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ কুমিল্লা শহরবাসী।

সরেজমিনে দেখা গেছে, শহরের কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক,কান্দিরপাড়-রানীর বাজার সড়ক ও রাজগঞ্জ-চকবাজার সড়কে যত্রতত্র দাড়িয়ে থাকে অজ¯্র সিএনজিচালিত অটো রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক। এর ফলে প্রতিনিদনই ভয়াবহ যানজট লাগছে। আর যানজট ছড়িয়ে পড়ে গোটা শহরেই।

বিশেষ করে নগরীর কান্দিরপাড়, লাকসাম রোড, টমছম ব্রিজ, রেইসকোর্স, রাজগঞ্জ, শাসনগাছা, ফৌজদারী, ঈদগাহ, কাপ্তান বাজার, আদালত, বাখরাবাদ ও  চকবাজারসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে  সিএনজি অটো রিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে।

কুমিল্লার প্রবীণ খাদি ব্যবসায়ী প্রদীপ কুমার রাহা কান্তি বলেন, ‘কুমিল্লা নগরীজুড়ে সিএনজি অটো রিকশার স্ট্যান্ডের কারনে যানজট সৃষ্টি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিশেষ করে তাদেরকে একটি নির্দিষ্ট স্ট্যান্ডে নেয়া উচিত।’

অন্যদিকে কুমিল্লার ট্রাফিক পরিদর্শক মো.কামাল উদ্দিন বলেন, ‘কুমিল্লা নগরীতে সিএনজি অটো রিকশার নির্দিষ্ট কোনও স্ট্যান্ড নেই। তাই যত্রতত্র স্ট্যান্ড গড়ে উঠেছে।’

‘এছাড়া রয়েছে অনুমতি বিহীন ইজিবাইক ও রিকশাও রয়েছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এবিষয়ে সিটি কর্পোরেশনসহ সিভিল প্রশাসনের ভূমিকা প্রয়োজন। তাহলেই এটি নিয়ন্ত্রণে আসবে।’

তিনি জানান, কান্দিরপাড়ে দুইজন অফিসারসহ ট্রাফিক পুলিশের ১০ জন সদস্য প্রয়োজন। কিন্তু আছে মাত্র চারজন। কুমিল্লা নগরীর জন্যই প্রয়োজন ১৫০ জন সদস্য। কিন্তু কুমিল্লা নগরীসহ বিভিন্ন সার্কেলে স্টাফ রয়েছে মাত্র ৫২ জন।

এদিকে যত্রতত্র স্ট্যান্ড নিয়ে কথা বলতে সিএনজি অটো রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘নগরীতে সিএনজি অটো রিকশার যত্রতত্র স্ট্যান্ডের বিষয়টি নজরে এসেছে। তাদের থেকে সিটি কর্পোরেশন দুই টাকাও ট্যাক্স পায় না, অথচ যানজট সৃষ্টি করে মানুষের ভোগান্তি বাড়ায়।’

স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বসে সিএনজি অটো রিকশার স্ট্যান্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়র।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ডিএম