বিমানের বহরে যুক্ত হলো ‘রাজহংস’

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কাটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন এই বিমানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‘রাজহংস’ যুক্ত হওয়ার পর সব মিলিয়ে বিমানের নিজস্ব উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৬টিতে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উড়োজাহাজটি ঘুরে দেখেন।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে সর্বাধুনিক প্রযুক্তির চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ রাজহংস দেশে পৌঁছায়। বৃহস্পতিবার এটার ঢাকা পৌঁছানোর কথা থাকলেও নির্মাতা কোম্পানি দুই দিন সময় চায়।

২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১০টি নতুন এয়ারক্রাফট কিনতে চুক্তি করে বিমান। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ইতিমধ্যে বিমানের বহরে যুক্ত হয়েছে। অন্যান্য উড়োজাহাজের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানির দরকার হয়।

২৭১ আসনের ৭৮৭-৮ ড্রিমলাইনারে বিজনেস ক্লাসের আসন থাকছে ২৪টি। ইন্টারনেট ও ফোনসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা এটিতে পাওয়া যাবে।

উদ্বোধনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইনামুল বারি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান, বিমান সচিব মহিবুল হক, বিমানের এমডি মোকাব্বের হোসেন ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন। পরে সেখানে এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/বিইউ/জেবি)