শাহরাস্তিতে তিন খাবার হোটেলকে জরিমানা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জেলার শাহরাস্তিতে নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি খাবার হোটেল ও একটি বেকারিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। মঙ্গলবার বিকালে উপজেলার মেহের কালীবাড়ি ও ঠাকুর বাজারে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ১৪ হাজার টাকার এ অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিরিন আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেহের কালীবাড়ি বাজারের ভাই ভাই (চিটাগাং) বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণনের দায়ে মালিক ফারুক হোসেনকে পাঁচ হাজার টাকা, মেহের কালীবাড়ি বাজার মাঠ সংলগ্ন জনতা হোটেলের প্রোপাইটর নূরুল ইসলামকে খোলাস্থানে নিন্মমানের খাবার রাখার দায়ে তিন হাজার টাকা, পাশের ছকিনা হোটেলে খাদ্যের গুণগত মান ঠিক না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় তিন হাজার টাকা এবং ঠাকুর বাজারের আমানিয়া হোটেলকে রন্ধনশালায় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে গুণগতমান ঠিক না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, মেহের কালীবাড়ির ভাই ভাই বেকারিকে আগেও ১০ হাজার টাকা ও অন্যান্য হোটেলকে একইভাবে জরিমানা করা হয়েছিল।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন শাহরাস্তি থানার এসআই অর্জুন ও সঙ্গীয় ফোর্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মফিজুর রহমান।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)