বুধবার জিম্বাবুয়েকে হারালেই ফাইনালে বাংলাদেশ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ যদি এই ম্যাচ জিততে পারে তাহলে টাইগাররা ফাইনালে উঠে যাবে। সেই সাথে সাথে আফগানিস্তানও ফাইনালে উঠবে।

কারণ, বাংলাদেশ ইতোমধ্যে একটিতে জয় পেয়েছে। আফগানিস্তান জয় পেয়েছে দুইটিতে। বুধবার যদি বাংলাদেশ জয় পায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে চার। জিম্বাবুয়ের পয়েন্ট হবে শূন্য। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের একটি ম্যাচ রয়েছে। জিম্বাবুয়ে যদি বুধবার হারে তাহলে তাদের ফাইনালে ওঠার আর সুযোগ থাকবে না।

সিরিজে ইতোমধ্যে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আফগানিস্তান। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আছে জিম্বাবুয়ে। লিগ পর্বে প্রতিটি দল আরো দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

গত শুক্রবার সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। শনিবার জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছিল আফগানিস্তান। আর রবিবার বাংলাদেশকে ২৫ রানে হারায় আফগানরা। ২১ সেপ্টেম্বর শেষ হবে সিরিজের লিগ পর্বের খেলা। আর ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)