সাব্বিরের দরকার ৫৫ রান, মোস্তাফিজের এক উইকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল (বুধবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিরিজে দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ।

এই ম্যাচে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান যদি ৫৫ রান করতে পারেন তাহলে তিনি পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সাব্বির এখন পর্যন্ত ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে বর্তমানে তার রান সংখ্যা ৯৪৫।

অন্যদিকে, ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান এই ম্যাচে উইকেটের দেখা পেলেই টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। মোস্তাফিজ এখন পর্যন্ত ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৯টি উইকেট নিয়েছেন। এই ফরম্যাটে বাংলাদেশের শুধু সাকিব আল হাসান ৫০টির বেশি উইকেট নিয়েছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মোস্তাফিজ।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :