মাদক বিক্রেতা ‘জামাই শফিকের’ সাত বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

রাজধানীর ভাসানটেক এলাকার মাদক বিক্রেতা মো. শফিকুল ইসলাম ওরফে জামাই শফিকের সাত বছর কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের পৃথক দুই ধারায় আসামির এ দণ্ড ঘোষণা করেন।

রায়ে সাত বছর কারাদণ্ডের মধ্যে একটি ধারায় পাঁচ বছর এবং ১০ হাজার টাকা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং অপর এক ধারায় দুই বছর এবং এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

২০১৮ সালের ২৭ এপ্রিল রাজধানীর ভাসানটেক থানাধীন বাগানবাড়ীর বেনারসী মাঠের এক নম্বর গেটের সামনে পাকা রাস্তায় অভিযান চালানোর সময় জামাই শফিক গ্রেপ্তার হন। ওই সময় শফিকের কাছে ১০০ গ্রাম ওজনের এক হাজার ১৫ পুড়িয়া হেরোয়িন (মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা) ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হয়।

ওই ঘটনায় ভাসানটেক থানার এসআই মো. রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছর বছরের ৩০ জুন একই থানার এসআই রিপন আলী শেখ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১১ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :