বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক হলেন শাহজাহান

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

ঢাকাটাইমস ডেস্ক

মোহাম্মদ শাহজাহান উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে যোগদান করেছেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৯৮৭ সালে অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

তিনি আইসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মহাব্যবস্থাপক হিসেবে ক্রেডিট ডিভিশন, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লাইন ডিভিশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও ট্রাস্টি ডিভিশন, আইসিটি অ্যান্ড ডিপোজিটরি, ব্রাঞ্চ অ্যান্ড সাবসিডিয়ারি বিভাগে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে এমকম ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ শাহজাহান ফেনী জেলার পরশুরাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।

এছাড়াও তিনি আইসিবি সিকিউরিটিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড ইন্ডা. লিমিটেড, ওয়ান টেক্স লিমিটেড এবং সিবিসি ফাইনান্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)