স্কোপাস ইনডেস্ক জার্নালে কানাডিয়ান ইউনিভার্সিটির গবেষণাপত্র প্রকাশিত

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

ঢাকাটাইমস ডেস্ক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ইইই বিভাগের অধীনে ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিনিউয়েবল সেল’ স্কোপাস ইনডেস্ক ‘জার্নাল অব ইলেকট্রিক সায়েন্স অ্যান্ড টেকনলজি স্পেশাল সেকশন’ এনার্জি ইফিশিয়েন্ট টেকনোলজি-এ একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। ‘এনার্জি হার্ভেস্টিং-টেকনিকাল এনালাইসিস অব ইভালুয়েশন, কন্ট্রোল স্ট্যাটিজিস অ্যান্ড ফিচার’- শিরোনামে গবেষণা নিবন্ধটি http://manu50.magtech.com.cn/Jwk_jest/EN/abstract/abstract2428.shtml এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. শাহরুখ আদনান খান এমআইইটি, এফইআরসি গবেষণাপত্রটির প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন।

এছাড়াও গবেষণাপত্রটির সাথে ইউনিভার্সিটি অব নটিংহাম, ইউকে এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বাংলাদেশের গবেষকরা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ