কারাবন্দিদের ডাটাবেজ সুফল বয়ে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

কারাবন্দিদের জন্য দেশের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তৈরি করা একটি ডাটাবেজ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, এই ডাটাবেজ বিশেষ সুফল বয়ে আনবে। এটি করায় ডিসি-ইউএনওদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে ডাটাবেজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রিমিনাল ডাটাবেজ আগে থেকে আমাদের ছিল। পরে ইউএনও-ডিসিরা একটা করতে চান জানালে আমরা সেটা শুরু করি। এই ডাটাবেজ অনেক তথ্যবহুল। এখানে সব ধরনের তথ্য থাকবে। একজন প্রিজনার জেলে যখন ঢুকলেন তার বয়স কত, কখন ঢুকলেন, কখন কোথায় অসুস্থ হলেন, মেডিকেলে কতদিন ছিলেন সব তথ্য সেখানে থাকবে। এমনকি বিচারে তার কী রায় হলো সেটাও থাকবে।’

এই ডাটাবেজ সুন্দর রেজাল্ট আনবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা জানতে পারবো প্রিজনারদের অবস্থান সম্পর্কে। এটা একটা ভালো উদ্যোগ তো বটেই। যাতে আমরা উপকৃত হবো। আমাদের ডিসি-ইউএনওরা করে দিচ্ছেন। অর্থায়নও তারাই করছেন। এটার কাজ চলছে দ্রুতই এই ডাটাবেজের সকল কাজ শেষ হযে যাবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি দুর্নীতিপরায়ন ব্যক্তিদের সতর্ক করেছেন। তিনি কোনো দুর্নীতি বরদাশত করবেন না। যারা অভিযুক্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন।'

কারাগারে যারা আছেন সবাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সব জায়গাতেই তো দুর্নীতি আছে। আমরা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছি না। এটা পরিষ্কার কথা। সে রাজনীতিবিদ হোক, চাকরিজীবী হোক, কিংবা সে নির্বাচিত প্রতিনিধি হোক। যেই দুর্নীতি করবেন তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। কারাগারেও কেউ যদি দুর্নীতি করে থাকেন তাকেও আইনের আওতায় আসা হবে। শুদ্ধি অভিযান সব সময় চলছিল, এখনো চলছে, বন্ধ নেই এটা চলতে থাকবে।’

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :