ঠাকুরগাঁওয়ের রামরায় দিঘী পরিদর্শনে অতিরিক্ত সচিব

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রামরায় দিঘী পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল উদ্দীন এবং উপ-সচিব শাহেদা আফরোজ।

মঙ্গলবার সকালে তারা জেলার ঐতিহ্যবাহী এ দিঘী পরিদর্শনে আসেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার রায়, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল উদ্দিন ২০০২ সালে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তার ব্যক্তিগত উদ্যোগে রামরায় দিঘীতে বনায়নের লক্ষ্যে ভেতরের পাড়ে ফলজ ১২৬০টি লিচু গাছ এবং বাইরের পাড়ে ৬০০টি আম ও কাঁঠাল গাছ লাগানো হয়। ফলমূল বিক্রিলব্ধ আয় দিয়ে রাণীশংকৈল ট্রাস্ট গঠন করা হয়। ওই অর্থ জেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :