মুক্তিযুদ্ধের গল্পে অপর্ণার ‘অন্ত্যেষ্টিক্রিয়া’

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৯

ফাখরুল আরেফীন খানের ‘ভূবন মাঝি’র পর আবারও মুক্তিযুদ্ধের গল্পের ছবিতে অভিনয় করতে চলেছেন নাট্য ও চলচ্চিত্র তারকা অপর্ণা ঘোষ। অভিনেত্রীর এবারের ছবিটির নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। সরকারি অনুদানে এ ছবি নির্মাণ করছেন মোবারক রুমি।

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির গল্প এগিয়ে যাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে কেন্দ্র করে। এ ছবিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়কে। অক্টোবর থেকে শুরু হবে শুটিং।

অপর্ণা বর্তমানে ব্যস্ত ফাখরুল আরেফীন খানের ‘গ-ি’ ছবির শুটিং নিয়ে। এর প্রধান দুটি চরিত্রে আছেন সুর্বণা মুস্তাফা ও কলকাতার ‘ফেলুদা’ খ্যাত তারকা সব্যসাচী চক্রবর্তী। অপর্ণার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আরও আছেন মাজনুন মিজান ও আমান রেজা।

অপর্ণার চলচ্চিত্রে অভিষেক ২০০৯ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির মাধ্যমে। এরপর ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘দর্পণ বিসর্জন’ ও ‘ভূবন মাঝি’ ছবিগুলোতে তাকে দেখা যায়। এর মধ্যে ‘মৃত্তিকা মায়া’র জন্য তিনি ২০১৩ সালে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জেতেন।

ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :