হাতছোঁয়া দূরত্বে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি সেনাদের

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

হাতছোঁয়া দূরত্বে ফিলিস্তিনের এক নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বুধবার সকালে জেরুজালেম শহরের উত্তরের কালান্দিয়া চেকপোস্টে এই ঘটনা ঘটেছে। নিহত ওই নারীর বয়স ৫১ বছর।

প্রত্যক্ষদর্শীরা প্যালেস্টাইন পোস্টকে জানান, ওই নারী কোনো ধরনের হামলা না করলেও ইসরায়েলি সেনারা তাকে সামনে থেকে গুলি করে। ওই প্রত্যক্ষদর্শী জানান, ওই নারী ভুল পথে ঢুকে পড়েছিলেন। কিন্তু সেসময় তিনি ইসরায়েলি সেনাদের হিব্রু ভাষার কথা বুঝতে পারেননি যার কারণে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই নারীর মৃত্যু কথা নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাদের গুলির পর অনেক্ষণ ধরে তিনি সেখানে পড়ে ছিলেন। এসময় প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। আহত হওয়ার পর তার দিকে কেউ সাহায্যের হাত বাড়ায়নি ইসরায়েল। এছাড়া ফিলিস্তিনিরাও তাকে সাহায্য করতে যেতে পারেননি।

অনেক পরে তাকে জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেয় ইসরায়েলি বাহিনী। ততক্ষণে তিনি আর জীবিত ছিলেন না।

ঢাকা টাইমস/১৮সেপ্টেম্বর/একে