বিশ্ববিদ্যালয়গুলো অস্থির করার অপচেষ্টা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

আশরাফুল আলম খোকন
ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করার একটা অপচেষ্টা চলছে। কোটাবিরোধীর নামে গঠিত নুরু সিন্ডিকেটের ছাত্রদের যখনই বিদেশিদের সঙ্গে বৈঠক করার ছবি প্রকাশিত হয় এরপর পরই শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত হয়ে উঠে। কিছুদিন আগেও নুরুদের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

প্রাথমিকভাবে তারা টার্গেট করলো ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যে ফোনালাপ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হচ্ছে, ওই ফোনালাপ শুনলেই বোঝা যায় এটা ভাইরাল করার জন্যই বানানো হয়েছে। একজন সরাসরি প্রশ্ন করছে আরেকজন কোনো কনফিউশন ছাড়া উত্তর দিচ্ছে। ফোনালাপগুলো সাধারণত এই রকম হয় না।

যে ভর্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করার অপচেষ্টা হচ্ছে, ঠিক এইভাবেই ভর্তি হয়ে মান্না-আক্তার-মোস্তাক-আমান- খোকন’রা আগে ঢাকসু’র ভিপি জিএস নির্বাচিত হয়েছেন। এটাই রেওয়াজ, চলে আসছে দীর্ঘদিন ধরে।

আর ‘মিডিয়া’গুলো কোনো বাছবিচার না করেই এর পিছনে ছুটছে। আন্দোলনকারীরা কোনো না কোনো ছাত্রসংগঠনের সাথে সরাসরি জড়িত থাকলেই মিডিয়া তাদেরকে সাধারণ শিক্ষার্থী বানিয়ে দিচ্ছে। আবার অপরপক্ষকেই ঠিকই বলছে ছাত্রলীগ।

লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব