৫৬০ বস্তা সরকারি চালসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গার চকঝগড়ু এলাকা থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ৩৫০ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। এসময় ওই ইউনিয়নের আ.লীগের সাধারণ সম্পাদক ও চালের ডিলার আল মামুন জর্জকেও আটক করা হয়।

গত মঙ্গলবার গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম তাজকির-উজ-জামানের নেতৃত্বে বালিয়াডাঙ্গা চেয়ারম্যান তরিকুল ইসলামের গ্রামের বাড়ি থেকে চাল জব্দ এবং ডিলার জর্জকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল অসৎ উদ্দেশ্যে চেয়ারম্যান তরিকুলের বাড়িতে রাখা আছে এই সংবাদে পুলিশ অভিযান চালায়। এসময় তার বাড়িতে থেকে ৫৬০ বস্তা চাল জব্দ করা হয় এবং ইউপি চেয়ারম্যান ও ডিলার জর্জকে তার নিজ বাড়ি নশিপুর থেকে আটক করা হয়।

তিনি আরো জানান, চালগুলো গোডাউনে রাখার কথা থাকলেও ডিলার অসৎ উদ্দেশে চেয়ারম্যানের বাড়িতে রাখার অপরাধে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)