১৬ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি নিয়েছে ক্ষেতলাল উপজেলা প্রশাসন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৭

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

পরিবেশ রক্ষায় জয়পুরহাটের ক্ষেতলালে সড়কের দুই পাশে তালগাছ ও বিভিন্ন প্রজাতির ঔষধি বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে ক্ষেতলাল উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান।

উদ্বোধনী দিনে ক্ষেতলালের মনঝার বাজার হতে চৌমুহনী বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কে দুই হাজার তালগাছ ও এক হাজার ঔষধি গাছ রোপন করা হয়। এ কাজে সহযোগিতা করেন উপজেলা স্কাউটের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুহুল আমীন পাপন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন ও এর পরিচর্যার কোন বিকল্প নেই। এ কারণে উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে তালগাছ ও বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, সাত দিনব্যাপী এ কর্মসূচিতে ১৩ হাজার তালগাছ ও তিন হাজার ঔষধিসহ মোট ১৬ হাজার বৃক্ষ রোপন করা হবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)