চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় দৈনিক ঢাকা টাইমসের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাশেম তালুকদার লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে দৈনিক ঢাকা টাইমসের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাশেম তালুকদার পেশাগত দায়িত্ব পালনে নগরীর বায়েজিদ বোস্তামি বাংলাবাজার ডেবারপাড় এলাকায় যান। ওখান থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী বাহিনী হাশেম তালুকদারকে ভুয়া সাংবাদিক বলে লাঞ্ছিত করে। পরে সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি মাটিতে ফেলে দেয় এবং ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা বলছে, অভিযুক্তরা কাগতিয়া মুনিরিয়ার অনুসারী এবং তাদের নাম ভাঙিয়ে এ এলাকায় দীর্ঘদিন ধরে জবর দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালিয়ে আসছে।

ঘটনার সত্যতা ব্যাপারে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, অভিযোগ পাওয়া গেছে। শিগগির অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম, লোহাগাড়া প্রেসক্লাব ও সাপোর্ট বাংলাদেশসহ স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এসব সংগঠনের নেতারা।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)