শিশু ধর্ষণের পর হত্যা: দুজনের ফাঁসির আদেশ

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬

খুলনা নগরীর খালিশপুর থানার বাস্তহারা কলোনির শিশু আফসানা মিমি (১২) কে গণধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই মামলার অভিযুক্ত অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ হাকিম মহিদুজ্জামান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, খালিশপুর থানার বাস্তহারা কলোনির বাসিন্দা বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল ও এমদাদ হোসেন।

খালাসপ্রাপ্তরা হলেন- বাস্তহারা কলোনির বাসিন্দা আশা মিয়া, জাহাঙ্গীর আলী, জাহিদুল ইসলাম ওরফে জাহিদ, নজরুল ইসলাম।

২০০৯ সালের ১৫ নভেম্বর রাত ৭টার দিকে খালিশপুর থানার বাস্তহারা কলোনির রোড নং-৯, বাড়ি নং-৪৯৮ এর বাসিন্দা ইমাম হোসেনের ১২ বছরের শিশু কন্যা আফসানা মিমি ঝালমুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির পিতা ইমাম হোসেন রাতেই খালিশপুর থানায় জিডি করেন। পরদিন বিকাল ৩টার দিকে মাদ্রাসার খাদেম কুদ্দুস আফসানা মিমির লাশ বাস্তহারা দিঘীতে পেয়ে ইমাম হোসেনকে খবর দেন। এ ঘটনায় ইমাম হোসেন খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :