সাফল্যের মূল্যায়ন আপনারা করবেন, সাংবাদিকদের খোকন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫
ফাইল ছবি

রাজধানীতে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ ব্যাপারে মেয়র হিসেবে তার এবং দক্ষিণ সিটি করপোরেশনের সাফল্য মূল্যায়নের ভার সাংবাদিকদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

বুধবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা কত তা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল। যদি এটা জানাতে পারত, তাহলে আমাদের কাজের সুবিধা হতো। কিন্তু তারা স্পেসিফিক বলতে পারেনি।’

খোকন বলেন, ‘বর্তমানে ঢাকায় প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা চারশর কাছাকাছি। এটা দুই ভাগ করে যদি উত্তরে ৫০ শতাংশ দক্ষিণে ৫০ শতাংশ ধরি, তাহলে দেখা যায় এটা দুইশ বা আশপাশে আছে।’

‘যে শহরে এক কোটি ২৪ লাখ লোক বাস করে, সেখানে দুশো লোক নতুন করে আক্রান্ত। এ অবস্থায় ডেঙ্গু কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, কতটা পারিনি সেই মূল্যায়নের ভার আপনাদের (সাংবাদিক) ওপর ছেড়ে দিলাম।‘

আগস্টের শুরুতে মেয়র সাঈদ খোকন জানিয়েছিলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। আর ডেঙ্গু দমনে ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত করপোরেশনের এক লাখ ১৩ হাজার ২৩৩ ভবন ও স্থাপনা পরিদর্শন করেন ডিএসসিসির কর্মকর্তারা। এসময় এক হাজার ৩৮২টি ভবন ও স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়। শনাক্ত লার্ভা ধ্বংস করা হয়। আর বিভিন্ন ভবন মালিক ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৩৫ লাখ ৪৮ হাজার টাকা।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু দমনে কথা বলা হলেও এখনো ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘জুলাইয়ের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। অবশেষে তা ব্যাপকতা পায়। একদিনে আক্রান্তের সংখ্যা তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে।’

‘আপনারা যদি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ডেটা দেখেন, এটা গ্র্যাজুয়ালি কমছে। বর্তমানে আটশ, সাতশ, ছয়শ- এভাবে নতুন রোগীর সংখ্যা কমছে। একইভাবে ঢাকাতেও নতুন রোগীর সংখ্যা কমছে।‘

চলতি বছর বর্ষার শুরুতে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর তা ছড়িয়ে পড়ে দেশব্যাপী। এখন পর্যন্ত ৮২ হাজার ৯৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :