একাদশে তিন পরিবর্তন, শান্ত-আমিনুলের অভিষেক

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম। একাদশে সুযোগ পেয়েছেন পেসার শফিউল ইসলাম।

প্রথম দুই ম্যাচ শেষে স্কোয়াড থেকেই বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও সাব্বির রহমান। অন্যদিকে, সাতারা ও আরভিনকে বসিয়ে মুতুম্বামি ও এমপোফুকে একাদশে নিয়েছে জিম্বাবুয়ে।

সিরিজে দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। জিম্বাবুয়ের সাথে এর আগেরবারের দেখায় ৩ উইকটে জিতেছিল বাংলাদেশ। আর আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরেছিল টাইগাররা। অন্যদেকে, বাংলাদেশের বিপক্ষে হারের পর ৩ আফগানদের কাছে ২৮ রানে হেরেছিল হ্যামিলটন মাসাকাদজার দল।

আজ যদি বাংলাদেশ জয় পায় তাহলে ফাইনালে উঠে যাবে। সেই সাথে ফাইনালে উঠবে আফগানিস্তান। আর বিদায় নিবে জিম্বাবুয়ে। তাই ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে চাইলে এই ম্যাচে জয় পাওয়াটা জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকটেরক্ষক), আমিনুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামলিটন মাসাকাদজা (অধিনায়ক), রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, মুতোমবোদজি, বার্ল, চাকাভা, নেভিলে মাদজিভা, কাইল জারভিস, এনডিলোভু, এমপোফু।  

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)