শুরুতেই সাইফউদ্দিন-সাকিবের আঘাত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৫

ইনিংসের প্রথম ওভারে এবং জিম্বাবুয়ের দলীয় শূন্য রানে উইকেট শিকার করলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওভারের পঞ্চম বলে সাকিবের হাতে ক্যাচ হয়েছেন টেইলর। দ্বিতীয় ওভারে সাকিবের বলে বোল্ড হয়েছেন চাকাভা। দুই ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি।

ত্রিদেশীয় সিরিজে আজ বাংলাদেশের দেয়া ১৭৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হ্যামিলটন মাসাকাদজাদের সংগ্রহ ২ ওভারে ২ উইকেটে ৩ রান।

এর আগে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের পক্ষে ৪১ বলে পাঁচটি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৬২ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে রিয়াদের এটি চতুর্থ হাফ সেঞ্চুরি।

অন্যদের মধ্যে লিটন দাস ৩৮ ও মুশফিকুর রহিম ৩২ রান করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে কাইল জারভিস ৩টি, ক্রিস এমপোফু ২টি, রায়ান বার্ল ১টি ও মুতোমবোদজি ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :