জাতিসংঘে বাংলাদেশের নতুন দূত রাবাব ফাতিমা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সরকার রাবাব ফাতিমাকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি জাপানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা একজন পেশাজীবী কূটনৈতিক। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি আগে বিভিন্ন পদমর্যাদায় নিউইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেজিংয়ে কর্মরত ছিলেন।

তিনি লিয়েনে আন্তর্জাতিক দুটি সংস্থা লন্ডনস্থ কমনওলেথ সচিবালয় ও আইওএম-এ কর্মরত ছিলেন।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টাফস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও ডিপ্লোমেসিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)