ফুলটস বল মুশফিকই ভালো খেলে: রিয়াদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৭

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে গতকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৪১ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংস খেলার পথে তিনি পাঁচটি ছক্কা হাঁকান। এদিন চতুর্থ উইকেট জুটিতে ৭৮ রানের জুটি গড়েন রিয়াদ-মুশফিক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমার মনে হয়, আমরা পাওয়ার হিটিংয়ের চেয়ে স্কিল হিটিংয়ে অনেক বেশি পারদর্শী। যখন আমরা সেট থাকি, তখন আমরা আমাদের পাওয়ারটা কাজে লাগাতে পারি। তবে আমরা ক্রিস গেইল কিংবা আন্দ্রে রাসেল নই। আমাদের স্কিল হিটিংয়ের উপরই বেশি ফোকাস থাকে।’

তবে ফুলটসে মারতে পারার উপায় নিয়ে যে কাজ করা উচিৎ সেটিও বলেছেন রিয়াদ। তিনি বলেন, ‘আমি কয়েকটা ফুলটস বল মিস করেছি। একটাতে আউট হলাম, আরেকটা মিস করেছি। আরও ২-১ জন এমন মিস করেছে। আমার মনে হয় ফুলটস বল মুশফিকই সবচেয়ে বেশি ভালো খেলে। এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, স্কিল হিটিংয়ের চেয়ে পাওয়ার হিটিং কীভাবে আরও বাড়ানো যায়। ব্যাটিং কোচের সঙ্গে এই নিয়ে কথা বলাটা ভালো।’

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :