যান্ত্রিক ত্রুটি, শাহজালালে বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:২০
ফাইল ছবি

ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়ায় আকাশে উড়ার এক ঘণ্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে বিজি-০৮৪ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করলেও প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট আকাশে ওড়ার পর ফের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি ০৮৪ ফ্লাইটের বোয়িং বিমানটি।

উড্ডয়নের পর পৌনে নয়টার দিকে পাইলট দেখেন যে উড়োজাহাজটির চাকা ফোল্ড করছে না। পরবর্তীতে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান পাইলট।

ফিরে আসা উড়োজাহাজটির যাত্রীদের নিয়ে সকাল পৌনে ১১টার দিকে আরেকটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :