প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: দুদুর বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৯

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
শামসুজ্জামান দুদু (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা।

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মাহি বৃহস্পতিবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি করেন। ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।

মামলাটির বাদীপক্ষের আইনজীবী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-আইন সম্পাদক মো. ফিরোজুর রহমান মন্টু বলেন, মামলায় তারা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বিএনপি নেতা দুদু গত ১৮ সেপ্টেম্বর বনানীস্থ নিজ বাসভবনে বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনাও বিদায় হবে। ওই চ্যানেলটিতে দুদুর বক্তব্য প্রচার হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এতে জনমনে ভীতির সঞ্চয় হয়েছে। আসামি এ বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন এবং তিনি তাকে হত্যাচেষ্টা করছেন। সেজন্য আদালতে মামলাটি করেছেন যুবলীগ নেতা মহিউদ্দিন।

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/আরজে/এমআর