শরীয়তপুরে সোহাগ ‘হত্যাকারী’র ফাঁসির দাবি

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২০

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পূর্বপাঁচগাঁও গ্রামের সোহাগ মৃধাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি ওঠে একই গ্রামের সালাম হাওলাদার ওরফে বয়রা সালামের বিরুদ্ধে। তাই হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের মা মাসুদা বেগমসহ পরিবার ও পূর্বপাঁচগাঁও গ্রামবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন করেন তারা।

এ সময় সোহাগের মা মাসুদা বেগম, স্ত্রী নাসিমা বেগম, ভাই সোহেল মৃধা, তুহিন মৃধা, লিটন মৃধাসহ পূর্বপাঁচগাঁও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে নিখোঁজ হন সোহাগ মৃধা। পরে ১৮ আগস্ট দুপুর ২টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ^র গ্রামের সুমন ওস্তাগারের বাড়ির পাশের ডোবায় সোহাগের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে নড়িয়া থানার পুলিশকে জানায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ১৯ আগস্ট সোহাগের বড় ভাই সোহেল মৃধা বাদী হয়ে সালাম হাওলাদার ও অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি মামলা করেন। পরে মামলার আসামি সালাম হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী সোহেল মৃধা বলেন, আমার ভাই সোহাগ মৃধা ও সালাম হাওলাদার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। সেই সূত্র ধরে ঘটনার দিন সন্ধ্যায় সালাম হাওলাদার আমার ভাইকে ডেকে নেয়। ডেকে নেয়ার পর ছোট ভাই আর বাড়িতে ফিরে আসেনি। ডেকে নিয়ে ভাইকে হত্যা করেছে সালাম হাওলাদাররা।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)