স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৯

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)’র কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তি, সাংবাদিক শামস জেবিনের ওপর হামলাকারীদের বিচার দাবি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছিলেন- জাককানইবিসাসের সভাপতি বদরুল আলম বিপুল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনিসহ সমিতির অপর সদস্যরা।

মানববন্ধনে সাংবাদিক সমিতির সভাপতি বদরুল আলম বিপুল বলেন, ‘আজকে এমন একটি সময়ে আমরা এখানে মানববন্ধন করছি, যখন সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করছে, এভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি বলেন, ‘আগে শুধু পেশাদার সাংবাদিকদের ওপর নির্যাতন হতো, কিন্তু এখন লক্ষ্য করা যায় যে, বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত সাংবাদিকরাও নির্যাতনের শিকার হচ্ছেন- যারই বহিঃপ্রকাশ জিনিয়া ও শামসের উপর নির্যাতন। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাচ্ছি, সাথে সাথে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই- আগামী দিনে প্রতিটা ক্যাম্পাস সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে প্রশাসনের।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)