বিএসএমএমইউ’র অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের এ ব্লকের অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

বিদায়ী সংবর্ধনা প্রাপ্তরা হলেন- বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক সৈয়দ সিরাজুল করিম, অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক নকুল কুমার দত্ত, শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, পেলিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, চর্ম ও যৌন ব্যাধি বিভাগের অধ্যাপক চৌধুরী ইয়াকুম আলী, ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান, অবস্ এন্ড গাইনি বিভাগের অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক পারভীন ফাতেমা, অধ্যাপক সাবেরা খাতুন, নিউরোলজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম খান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক এ.এস.এম.এ রায়হান, ইউরোলজি বিভাগের অধ্যাপক সাজিদ হাসান, অধ্যাপক একেএম আনোয়ারুল ইসলাম, অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক মঈনুল হোসেন, হেপাটোলজি বিভাগের অধ্যাপক সেলিমুর রহমান এবং এনাটমি বিভাগের সাবেক চিকিৎসক রোকসানা ফেরদৌসী ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন জুলফিকার রহমান খান, শিশু অনুষদের ডিন চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার এবিএম আব্দুল হান্নানসহ ডিনরা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
   
ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএ/ইএস