ভৈরবে নকল কয়েল কারখানা সিলগালা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:১১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ কয়েল কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফলে অভিযান চালিয়ে নকল কয়েল উৎপাদনের দায়ে দুটি কারখানাকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে একটি কারখানাকে সিলগালা করে উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার (উপ-সচিব) এই অভিযান পরিচালনা করেন।

এসময় কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইব্রাহিম, ভৈরব পৌরসভার স্যানেটারি পরিদর্শক নাসিমা বেগম, বাংলাদেশ মসকিউটি কয়েল ম্যানোফ্যাকচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আ. হামিদ উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক উপ- পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ভৈরবে অসংখ্য কারখানায় নকল মশার কয়েল উৎপাদনের খবর পেয়ে দুটি কারখানায় অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)