চারঘাটের স্লুইচগেটে চার লাশ

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৭ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীতে চারটি লাশ ভেসে এসেছে। উপজেলা সদরে পদ্মা নদী থেকে এর শাখা নদী বড়ালে যাবার পথে স্লুইচগেটে লাশগুলো আটকে গেছে। এর মধ্যে তিনটি লাশ স্লুইচগেটের বাইরে এবং একটি ভেতরে ঢুকে গেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, সকালে স্থানীয়রা লাশগুলো দেখে পুলিশে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে লাশগুলো উদ্ধারের কাজ শুরু হয়েছে। পুলিশ ছাড়াও দমকল বাহিনীর কর্মীরা লাশ উদ্ধারের কাজ করছেন। লাশগুলোর পরিচয় এখনও শনাক্ত হয়নি।

ওসি জানান, স্লুইচগেটের বাইরে কচুরিপানার ভেতর তিনটি লাশ দেখা যাচ্ছে। আরেকটি স্লুইচগেটের ভেতর ঢুকে গেছে বলে স্থানীয়রা দাবি করছেন। আর যেসব লাশ দেখা যাচ্ছে সেগুলো দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। পদ্মার পানিতে এগুলো ভেসে এসে এখানে আটকে রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কয়টি লাশ নারীর বা পুরুষের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পরেই বিষয়টি বলা যাবে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :