ভোলায় দেড় কোটি টাকার কারেন্টজাল জব্দ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আট লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

শুক্রবার সকাল ১০টা থেকে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার, পন্ডিতের হাটের কয়েকটি দোকান থেকে এ জাল জব্দ করা হয়। তবে অভিযানের কথা টের পেয়ে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

পরে মৎস্য অফিসারের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়ে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযানের খবর টের পেয়ে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ইএস