জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করছে আফগানরা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করছেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। দলের রানও বাড়ছে দ্রুতগতিতে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ লিগ পর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ১১৬ রান।

জিম্বাবুয়ের ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে। এটি তাদের নিয়মরক্ষার ম্যাচ। সিরিজে এর আগে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে তারা। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিলটন মাসাকাদজা, শন উইলিয়ামস, রেজিস চাকাভা, টিনোতেন্দা মুতোমবোদজি, রায়ান বার্ল, রিচমন্ড মুতুম্বামি, নেভিলে মাদজিভা, কাইল জারভিস, এইন্সলে এনডিলোভু, ক্রিস এমপোফু।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, শফিকুল্লাহ, ফজল নিয়াজাই, আসগার আফগান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রশীদ খান, দৌলৎ জাদরান, মুজিব উর রহমান।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)