গোপালগঞ্জে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি ইউপি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৭

‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ।

শুক্রবার স্থানীয় কান্দি ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলন হয়।

এসময় লিখিত বক্তব্যে উত্তম কুমার বাড়ৈ বলেন, ‘৫ সেপ্টেম্বর পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সবুজ ঘরামীকে শ্রেণি কক্ষে গণিত শিক্ষক মারপিট করেন।

এ ঘটনায় ওই দিন রাতে কোটালীপাড়া থানায় সবুজ ঘরামীর পিতা সুশীল ঘরামী স্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র হালদার ও গণিত শিক্ষক আশিষ বড়ালের নামে অভিযোগ করেন।

এ নিয়ে গত ৬ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের ভাই প্রাথমিক স্কুলের শিক্ষক অমূল্য রতন হালদার আমার বাবা-মাকে গালিগালাজ করলে ছোট ভাই মনিমোহনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে ৭ সেপ্টেম্বর ওই শিক্ষকের (অমূল্য রতন হালদার) স্ত্রী দুইজন বিএসসি শিক্ষকসহ আমাদের তিন ভাইয়ের নামে কোটালীপাড়া থানায় একটি মিথ্যা মামলা করেন। এ ঘটনার সাথে আমিসহ ওই শিক্ষক জড়িত নয়। তাই আমি এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ছিলেন- জেলা পরিষদ সদস্য রীনা মণ্ডল, শিক্ষক ভবোতোষ মণ্ডল, রমেন মণ্ডল, ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ, প্রভাষ বাড়ৈ, মঞ্জু হালদার প্রমুখ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :