সান্ত্বনার জয় পেতে জিম্বাবুয়ের লক্ষ্য ১৫৬

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শুরুতে দুই ওপেনারের হাত ধরে আফগানিস্তান যেভাবে সূচনা করেছিল পরের ব্যাটসম্যানরা তা ধরে রাখতে পারেননি। ১২ ওভার শেষে আফগানদের রান ছিল এক উইকেটে ১০০। কিন্তু পরবর্তীতে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় তারা। তারপরও জিম্বাবুয়ের জন্য চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে আফগানিস্তান। শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে রশীদ খানের দল।

দলের পক্ষে ৪৭ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ২৪ বলে ৩১ রান করেন অপর ওপেনার হযরতউল্লাহ জাজাই। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুতোমবোদজি ২টি, এমপোফু ৪টি, শন উইলিয়ামস ১টি ও কাইল জারভিস ১টি করে উইকেট শিকার করেছেন।

জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮৩ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের দশম ওভারে মুতোমবোদজির বলে মুতুম্বামির হাতে ক্যাচ হন জাজাই। ১৩তম ওভারে শফিকুল্লাহকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এমপোফু। ১৪তম ওভারে গুরবাজকে বোল্ড করে বিদায় করেন উইলিয়ামস।

এরপর ১৫তম ওভারে নবী ও ১৬তম ওভারে নাজিবউল্লাহ জাদরান আউট হন। ১৯তম ওভারে গুলবদিন নাইবকে ফেরান জারভিস। ইনিংসের শেষ ওভারে নিয়াজাই ও আসগারকে প্যাভিলিয়নের পথ ধরান এমপোফু।  

জিম্বাবুয়ের ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে। এটি তাদের নিয়মরক্ষার ম্যাচ। সিরিজে এর আগে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে তারা। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ইনিংস: ১৫৫/৮ (২০ ওভার)

(রহমানুল্লাহ গুরবাজ ৬১, হযরতউল্লাহ জাজাই ৩১, শফিকুল্লাহ ১৬, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৪, গুলবদিন নাইব ১০, ফজল নিয়াজাই ১২, রশীদ খান ৯*, আসগার আফগান ০, দৌলৎ জাদরান ০*; এনডিলোভু ০/২৩, জারভিস ১/২৭, উইলিয়ামস ১/৩৪, এমপোফু ৪/৩০, বার্ল ০/১৩, মাদজিভা ০/৬, মুতোমবোদজি ২/১৮)।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)