পীরগঞ্জে তক্ষকসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

রংপুরের পীরগঞ্জে তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার কুমেদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তক্ষকটির মূল্য প্রায় ২৫ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুমেদপুর গ্রামের নজরুল ইসলাম, মিঠাপুকুর থানার কাঠালিয়া গ্রামের বিমল চন্দ্র বিশ^াস এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামের আমিনুল ইসলাম।

ভেন্ডাবাড়ী ফাঁড়ি পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন সময় সীমানা পিলার, ধাতব মুদ্রা, কষ্টি পাথর, পুরনো পুতুল ও কালো বিড়ালের প্রতরণামূলক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে ভেন্ডাবাড়ী গ্রেপ্তার নজরুল ইসলামের বাড়ি থেকে অপর দুই ব্যক্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় ৫০০ গ্রাম ওজন ও আট ইঞ্চি লম্বা এ তক্ষকটি উদ্ধার করা হয়।

পরে পুলিশ  ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তক্ষকটিকে বিকাল ৫টায় শাল্টি গোপালপুর বনে অবমুক্ত করা হয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)