পীরগঞ্জে তক্ষকসহ গ্রেপ্তার ৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০ | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

রংপুরের পীরগঞ্জে তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার কুমেদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তক্ষকটির মূল্য প্রায় ২৫ লাখ টাকা হবে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার কুমেদপুর গ্রামের নজরুল ইসলাম, মিঠাপুকুর থানার কাঠালিয়া গ্রামের বিমল চন্দ্র বিশ^াস এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামের আমিনুল ইসলাম।

ভেন্ডাবাড়ী ফাঁড়ি পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন সময় সীমানা পিলার, ধাতব মুদ্রা, কষ্টি পাথর, পুরনো পুতুল ও কালো বিড়ালের প্রতরণামূলক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে ভেন্ডাবাড়ী গ্রেপ্তার নজরুল ইসলামের বাড়ি থেকে অপর দুই ব্যক্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় ৫০০ গ্রাম ওজন ও আট ইঞ্চি লম্বা এ তক্ষকটি উদ্ধার করা হয়।

পরে পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তক্ষকটিকে বিকাল ৫টায় শাল্টি গোপালপুর বনে অবমুক্ত করা হয়।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :